
মা সরস্বতী বিদ্যার দেবী । আমাদের ছোটবেলায় প্রথম ঈশ্বরের পরিচয় বোধহয় এই দেবীর মাধ্যমেই হয় ।
আসুন ওনার সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই:
১. মা সরস্বতী গায়েত্রী রূপে বেদকে প্রসব করেছিলেন।
২. আদি সূত্র মতে মা সরস্বতী ভগবান শিব এবং ভগবতী দুর্গার কন্যা।
৩. মা সরস্বতী ব্রহ্মার পত্নী আবার কিছু পুরাণ কাহিনীতে তিনি নারায়ণের পত্নী।
৪.ধ্যান অনুসারে তিনি কখনো চতুর্ভূজা আবার কখনো দ্বিভূজা।
৫. মা সরস্বতীর বাহন রাজহংস হলেও ধ্যানের পার্থ্যক্যে ময়ূর ও দেখা যায়।
৬. মা সরস্বতী বৈদিক দেবী। বেদে মা সরস্বতীকে বিশেষ স্থান দেওয়া হয়েছে।
৭.মা সরস্বতী নিজ হস্তে বীণা, পুস্তক ও অক্ষমালা ধারণ করে থাকেন।
৮. দেবী গঙ্গার অভিশাপে মা সরস্বতী পৃথিবীতে সরস্বতী নদী রূপে অবতীর্ণা হন।
৯. তিনি সকল বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী যেমন শাস্ত্র, বিজ্ঞান, নৃত্য, গীত, অংকন ইত্যাদি।
১০. মা সরস্বতীর গায়ের রং শুভ্র তুষারের মত।
১১. মা সরস্বতীর আসন শ্বেতপদ্ম।
১২. মা সরস্বতীর আদিরূপ হোলো আদিসরস্বতী যিনি সৃষ্টির আদিতেই সৃষ্টি হয়েছিলেন।
মা প্রার্থনা করি, সবাইকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, মানুষ করো ।